স্টাফ রিপোর্টার

৯ মন্ত্রণালয়-বিভাগে নিয়োগ পেয়েছেন নতুন সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল ৩ জন সচিবের দপ্তর বদল এবং ৬ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে পৃথক পৃথক আদেশ জারি করে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন। চাকরির মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন আগের সচিব ফয়েজ আহম্মদ। ধর্ম সচিব মো. আনিছুর রহমান দায়িত্ব পালন করবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। এই বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৫ই জানুয়ারি। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। তিনি স্থালাভিষক্ত হচ্ছেন চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা আবদুল মালেকের।
তার চাকরির মেয়াদ শেষ হয়েছে সোমবার। পদোন্নতি পেয়ে আইএমইডির সিপিটিইউ’র মহাপরিচালক মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পদোন্নতি পেয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ। তিনি পদোন্নতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. রইছউল আলম মণ্ডলের চাকরি শেষ হচ্ছে আজ। রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে। এই বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসেনের চাকরি শেষ হচ্ছে আজ। আর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে রোববারই আদেশ জারি হয়েছে।