আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০টাকা দরে কেনা ব্লিচিং পাউডার ৩০০টাকায় বিক্রি করায় বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে কটিয়াদী সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সমর বর্মণ স্টোরকে ১০০ টাকায় কেনা প্রতি কেজি ব্লিচিং পাউডার ৩০০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরেকটি প্রতিষ্ঠানকে ৮০ টাকায় কেনা প্রতি কেজি রসুন ১২০ টাকায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল এ সময় উপস্থিত ছিলেন।