আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৭ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছে।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, মেয়ের বাড়ি কিশোরগঞ্জ সদরের বিন্নাটি এলাকায়। মেয়েটি হোসেনপুরের সাহেদলে সেভেন স্টার নামে একটি বেকারীকে কাজ করতো। সম্প্রতি বেকারীটি বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যার দিকে বেকারীর কর্মচারী জাহাঙ্গীর আলম বেকারীতে কাজ আছে বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায়। তার কথামত মেয়েটি গিয়ে বেকারী বন্ধ দেখতে পায়। রাতে বাড়ি ফেরা নিরাপদ নয়, এমন কথা বলে জাহাঙ্গীর মেয়েটিকে পার্শ্ববর্তী জিনারী গ্রামে তার বন্ধু তারা মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখান থেকে তারা মিয়ার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে রাত ২টার দিকে চারজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে।
খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার সকালে গিয়ে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। তারা হলো হোসেনপুরের পিপলাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম, জিনারী গ্রামের তারা মিয়া ও টাঙ্গাইলের মধুপুরের জামান। অপর অভিযুক্ত কিশোরগঞ্জ সদরের সুমন পলাতক রয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা হয়েছে।