
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ চেয়ে এই নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার মেইলে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। নোটিশের কপি জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য সচিবকেও দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, আপনার ব্যর্থতার কারণে বুধবার পর্যন্ত দেশের ১৭০ জন চিকিৎসক, ১০০ জন পুলিশ সদস্য, ২৮ জন সংবাদকর্মী, সাতজন প্রশাসনিক কর্মকর্তা ও নার্সসহ মোট তিন হাজার ৩২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ইতোমধ্যে ১১০ জনের মৃত্যু হয়েছে।
নোটিশে আরো বলা হয়, এ ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকলেও সংক্রমণ প্রতিরোধে আপনি ব্যর্থ হয়েছেন এবং দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকিতে ফেলেছেন। শুধু তাই না, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই সরবরাহ করতেও ব্যর্থ হয়েছেন।
লিগ্যাল নোটিশে আইনজীবী জে আর খান বলেন, সার্বিক বিবেচনায় অধ্যাপক মো. আবুল কালাম আজাদের আগেই পদত্যাগ করা যক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি তা করেন নেই, তাই এই নোটিশ প্রাপ্তির পর দ্রুত তাকে পদত্যাগ করার জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।