পটুয়াখালী প্রতিনিধি: সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করে নজীর স্থাপন করলেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল হক।
সারাদেশে যেখানে ত্রাণের চাল চুরির হিড়িক পড়েছে, চুরির দায়ে গ্রেফতার হচ্ছেন বিভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ, সেখানে ব্যতিক্রম মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল হক। তিনি অভিনব পদ্ধতিতে ত্রাণ বিতরণ করে নতুন রেকর্ড স্থাপন করেছেন। তিনি প্রথমে ওয়ার্ড ভিত্তিক মেম্বারদের মাধ্যমে হতদরিদ্রদের তালিকা তৈরি করেন এবং ত্রাণের জন্য তালিকাভুক্ত নারী-পুরুষদের হাতে একটি করে টোকেন দিয়ে দেন। টোকেনপ্রাপ্ত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদে গিয়ে টোকেন দেখিয়ে মাস্টারুল খাতায় টিপসহি দিয়ে সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণ করেন।চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল হক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। তিনি পটুয়াখালী জেলা শহর যুবলীগের সভাপতি। তার বাবা প্রয়াত মোখলেছুর রহমান (বিএ. বিএড.) ছিলেন মির্জাগঞ্জ ইউনিয়ান আওয়ামী লীগ’র সভাপতি। তিনি পেশায় ছিলেন হাইস্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকের সন্তান হিসেবে মনিরুল হক তার সেবামূলক কাজ দিয়ে বাবার মুখ উজ্জল করেছেন।