প্রখ্যাত সাংবাদিক-কথাসাহিত্যিক রাহাত খান স্মরণে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা’র উদ্যোগে আজ (২৪ ডিসেম্বর ২০২০) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আজিজুল হক এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় রাহাত খানের সাংবাদিকতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভুইয়া, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, কুদ্দুছ আফ্রাদ, রেজানুর রহমান, কে এম শহীদুল হক, রাজা সিরাজ, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, খায়রুল আলম, জান্নাতুল ফেরদৌস পান্না, শফিকুল ইসলাম, রাহাত খান পতœী অপর্ণা খান প্রমুখ।

বক্তারা রাহাত খানের সাহিত্যকর্ম ও মূল্যবান লেখাসমূহ প্রকাশ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহবান জানান। রাহাত খান পতœী অপর্ণা খান ‘রাহাত খান স্মারকগ্রন্থ প্রকাশ, ডকুমেন্টারী তৈরি ও ‘রাহাত খান স্মৃতি পদক’ প্রবর্তনের আহবান জানান।
সভা পরিচালনা করেন ফোরামের সাধারন সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।