তেজগাঁও শিল্পাঞ্চল থানাস্থ নাখালপাড়া লিচুবাগানের নাইট গার্ড মোঃ আনসার আলী গতকাল শনিবার মারা যায় (ইন্না লিল্লাহে ৃ. রাজিউন)। দুপুরে তার জানাজার নামাজ নাখালপাড়া কবরস্থান মসজিদের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা ক্বারী ইউসুফ। করোনা আতংকে অনেকেই জানাজায় আসেনি। মাত্র গুটিকয়েক ব্যক্তি সাহস করে তাতে অংশ নেন। এতে ছিলেন মসজিদের সেক্রেটারী আলহাজ¦ মোঃ জহিরুল ইসলাম, এস আই মোঃ হারুন, সাংবাদিক কাজী মজিবুর রহমান, থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ রুহুল আমিন মনির, মোঃ আলী, বাবু। মরহুম স্ত্রী ও ১ কন্যা রেখে যান। পরে তাকে পাশর্^বর্তী কবরস্থানে দাফন করা হয়।
গত ৬ই এপ্রিল নাইট গার্ড আনসার লিচুবাগান মসজিদের নিকট সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে থাকে। এলাকার লোকজন করোনা আতংকে কেহই এগিয়ে আসেনি। সাহসী কিছু যুবক এসআই মোঃ হারুনের সহযোগিতায় কুয়েত মৈত্রী হাসপাাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসকরা তাকে করোনা মুক্ত বলে ফেরৎ পাঠায়। পরে তাকে বক্ষব্যধী হাসপাতালে পাঠালে সেখানে পথ্য দিয়ে বাসায় নিয়ে আসে। গতকাল শনিবার সে ইন্তেকাল করে। বহুদিন যাবৎ আনসার শ^াস কষ্ট ও জন্ডিস রোগে ভোগছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি।