মহাত্মা গান্ধির ১৫১তম জন্মদিনে গত শুক্রবার তাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ খান। সেই শ্রদ্ধার টুইটের পরই কিং খানের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ে দিয়েছেন তারই সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা।
শাহরুখ খান টুইটে লিখেছিলেন, ‘আমরা চাইব, ভালো-খারাপ, সব সময়ই গান্ধিজির আদর্শে আমাদের সন্তানরা অনুপ্রাণিত হোক, মেনে চলুক। খারাপ জিনিস শোনা উচিত নয়, দেখা উচিত নয়, বলাও উচিত নয়। গান্ধিজির ১৫১তম জন্মবার্ষকীতে সত্যের প্রতি মূল্যবোধ বাড়ুক।’
কিং খানের এই টুইটের পরই খেপে যান তার সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা। শাহরুখের উদ্দেশে সায়নী লেখেন, ‘আপনি মুখ খুলুন, সত্য কথা বলুন। গান্ধিজি শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড তোলপাড় শুরু হয়েছে ভারতজুড়ে। ধর্ষকদের শাস্তি চেয়ে জোর আওয়াজ তুলেছে দেশবাসী। এমনকি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কৃতি সাননসহ অনেক তারকাই হাথরস ও বলরামপুরের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তবে এতকিছুর পরও শাহরুখ খান একেবারেই চুপ। শুধু তাই নয়, সুশান্ত মৃত্যু থেকে মাদককাণ্ড কোনোকিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। আর তাতেই বিরক্ত হয়েছে সায়নী গুপ্তা।
প্রসঙ্গত, ২০১৬ সালে শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিতে তার সঙ্গে কাজ করেন সায়নী গুপ্তা। বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে সাধারণত কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনো সায়নীর মন্তব্যের কোনো জবাব দেননি।