আমরা সাধারণত হলুদ রঙের ভুট্টাই দেখি চারপাশে। কিন্তু এবার দেখা মিলল রামধনুর মতো বাহারি রঙের ভুট্টা। ২০১২ সালে প্রথম এই রামধনু পপকর্নের খবর নিয়ে হইচই হয়। সম্প্রতি রেডইটসহ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় এ ছবি আবার ভাইরাল হয়েছে। যেখানে ছবিতে আশ্চর্য রঙের রামধনু ভুট্টা দেখা যাচ্ছে।
আমেরিকার কার্ল বার্নেস নামের এক কৃষক নানাভাবে সাধারণ ভুট্টার থেকে কিছুটা আলাদা রঙের ভুট্টার বীজ জোগাড় করেন এবং সেগুলোকে চাষ করতে থাকেন। ধীরে ধীরে সেই রঙের বৈচিত্র্য বাড়তে শুরু করে। তার পর ছবি, খবর সামনে আসার পরই হইচই শুরু হয় এই রামধনু ভুট্টা দানা নিয়ে।
কয়েক বছর আগে ‘গ্লাস জেম কর্ন’ নামে একটি ফেসবুক পেজও তৈরি হয়। সেখানেই এই বিচিত্র রঙের ভুট্টার নানা ছবি, ভিডিও পোস্ট হয় মাঝে মধ্যে। আমেরিকার অ্যারিজোনার ‘নেটিভ সিডস’ নামে একটি সংস্থা এই রামধনু রঙের ভুট্টার বীজ বিক্রি করে। তাদের ওয়েবসাইটে গিয়ে এ বীজের অর্ডারও দেওয়া যায়। তবে রামধনু রঙের এ ভুট্টাগুলো থেকে তৈরি পপকর্নের রঙ সাদাই হয়, রঙিন নয়।