
নারায়ণগঞ্জে মুক্তিপণের টাকা নিতে এসে কিশোরগ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। সাগর (১৫) নামে এক কিশোরকে আটক করে তার মায়ের নিকট থেকে মুক্তিপণের টাকা নিতে এসে বৃহস্পতিবার রাতে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় নাজমুল গার্মেন্টের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার (ধারালো ছুরি) চাকু ও আটক কিশোর সাগরকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার সাব্বির মিয়ার পুত্র অয়ন (১৬), তক্কার মাঠ এলাকার মনোয়ারার বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম (১৭), একই এলাকার সাত্তার মিয়ার ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র ইমরান হোসেন (১৮), একই এলাকার রানীর বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের পুত্র হাসান (১৬), একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের পুত্র হাবিব (১৭) ও শিয়াচর লালখাঁর মিন্টুর বাড়ির ভাড়াটিয়া রাসেল (১৬)। ফতুল্লা মডেল থানার এসআই মো. রাসেল শেখ মামলার বাদী পোসাগী খানমের বরাত দিয়ে জানান, সাগর গত ২২ আগস্ট তার গ্রামের বাড়ী গাইবান্ধায় বেড়াতে যায়। এবং ২৬ আগস্ট রাতে সেখান থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগস্থ বাসায় আসার জন্য রওনা দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাগরের মোবাইল ফোন দিয়ে তার মায়ের নিকট ফোন করে কিশোরগ্যাংরের সদস্যরা।
তারা সাগরের মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করে তার কাছে। সে তখন ২০ হাজার টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে ৫ হাজার টাকা প্রদান করার কথা স্বীকার করে। তখন অপহরণকারীরা সাগরের মাকে একটি বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠাতে বলে। কিন্তু সাগরের মা বিকাশে টাকা প্রদান না করে তার ছেলেকে আগে দেখবে তারপর টাকা দিবে বললে অপহরণকারীরা তাকে তক্কার মাঠ এলাকায় এসে তাদেরকে ফোন দিতে বলে। সাগরের মা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে কিশোরকে উদ্ধারে অভিযানে নামে। তক্কার মাঠ নাজমুল গার্মেন্টের সামনে গিয়ে পুলিশ আড়ালে থেকে সাগরের মাকে দিয়ে অপহরণকারীদের টাকা নিয়ে যাওয়ার জন্য ফোন দেয়ায়। এ সময় অপহরণকারী কিশোরগ্যাংয়ের সদস্যরা টাকা নিতে এলে তাদেরকে গ্রেপ্তার ও আটক কিশোরকে উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, কিশোরের মায়ের নিকট থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে দুটি সুইস গিয়ারসহ মুক্তিপণ দাবিকারী কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। এবং গ্রেপ্তারকৃতদের কবল থেকে আটকে রাখা কিশোরটিকেও উদ্ধার করা হয়।