নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দুটি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে হেফাজতের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন।
এ কে এম হাফিজ আক্তার জানান, হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েক নেতার বৈঠক হয়। সেখানে আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয়।