সংসার বনাম কেরিয়ার। এই লড়াইয়ে বলিউডের বেশিরভাগ নায়িকার মতই ক্যাটরিনা বেছে নেবেন প্রথমটাকেই। বলিউডের ধুম গার্ল জানিয়েছেন, তাঁর ভালোবাসার মানুষের জন্য কেরিয়ার ছেড়ে দিতে রাজি তিনি। ক্যাটরিনা এক অনুষ্ঠানে এসে বলেন, কেরিয়ার, সংসার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বজায় রাখার ক্ষমতা মহিলাদের আছে। তাঁরও সেটাই পছন্দ। তিনি মনে করেন, কেরিয়ার, সংসার দুটোকেই তিনি সমানভাবে সামলাতে পারবেন। তবে দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে তিনি বেছে নেবেন বিয়ে, সংসার, সন্তানকেই।
ভুয়া পেজে বিরক্ত দীঘি
হালের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ৩০টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছে তার। এরই মধ্যে নায়িকা হিসেবে শেষ করেছেন দুটি সিনেমা।
সিনেমার পাশাপাশি যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী। টিকটক ভিডিও করে নেটিজেনদের হৃদয়ে যেমন জায়গা পেয়েছেন তেমনি খ্যাতিও পেয়েছেন তিনি।
এবার সেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে দীঘিকে। ফেসবুকে তার নামে একাধিক পেজ দেখা যাচ্ছে। যার মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ২৭ লাখেরও বেশি। আর আরেকটিতে ১ লাখ ৭৬ হাজারের বেশি। এসব পেজ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর পোস্ট করা হয়। যাতে বেশ বিরক্ত দীঘি।
এসব পেজ বন্ধে শিগগির উদ্যোগ নেবেন এ অভিনেত্রী। আলাপকালে সময় নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। দীঘি বলেন, ‘আমার নামে অনেক ভুয়া ফেসবুক পেজ রয়েছে। সেগুলোর কর্মকা-ে আমি বেশ বিরক্ত এবং বিব্রত। এতে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে আমি পেজগুলো বন্ধের উদ্যোগ নেব। প্রয়োজনে আইনের সাহায্যও নেব।’ ২০০৬ সালে কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান। অন্যদিকে, সম্প্রতি দীঘি শেষ করেছেন ‘তুমি আছ-তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।
বন্ধুর মেয়ে সারার সঙ্গে প্রেম করছেন অক্ষয়!
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। শোনা যাচ্ছে- বয়সে ২৮ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেম করছেন তিনি! এরই মধ্যে রোমান্টিক ছবি প্রকাশ পেয়েছে তাদের। নায়িকা আর কেউ নন, সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এ নিয়ে রীতি মতো হইচই বি-টাউনে।
সাইফের সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অক্ষয়। তাদের বন্ধুত্বও পুরনো। গত বছর সাইফের স্ত্রী এবং সারার সৎ মা কারিনা কাপুরের সঙ্গে অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ সিনেমা মুক্তি পায়। এবার তিনি সারার ‘প্রেমিক’।
অক্ষয় প্রেম করছেন ঠিক। তবে বাস্তবে নয়, পর্দায়। বিষয়টি হলো- আনন্দ এল রায় পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন অক্ষয় ও সারা। তারই অংশ হিসেবে সোশ্যাল দুনিয়ায় অক্ষয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সারা আলি খান। ক্যাপশনে লিখেছেন, ‘আতরঙ্গি রে বিকামস মোর রঙ্গিন’।
প্রকাশিত ছবিতে বেশ রোমান্টিক ও হাস্যেজ্জ্বল দেখা যাচ্ছে অক্ষয় ও সারাকে। হলুদ সালোয়ার কামিজে সত্যি অন্যরকম লাগছে সারাকে। ইনস্টাগ্রামে এক পোস্টে সারা জানান, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন।
বলিউডের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদের বিভিন্ন লোকেশেন সিনেমাটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। অক্ষয়-সারার সঙ্গে চিত্রায়ণে অংশ নিয়েছেন ধনুষ। ওদিকে, সম্প্রতি ট্রেলার প্রকাশ হয়েছে সারা অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার। প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সারা আলি খান।
উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান!
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নাম হিনা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হ্যাকড’ শিরোনামের একটি সিনেমা ও ‘হামকো তুম মিল গয়ে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ব্যস্ত হচ্ছে তিনি।
প্রেমিক রকি জিসওয়ালের সঙ্গে অবসর যাপন করতে মালদ্বীপ রয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। সেখানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। সে ছবিতে বেশ বোল্ড অবতারে মালদ্বীপের সমুদ্র সৈকতে দেখা গেছে হিনাকে।
নিজের স্টাইলে বরাবরই ভক্তদের নজর কাড়েন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবিগুলো প্রকাশের পর তা লুফে নিয়েছে নেটিজেনরা। তার রূপের প্রশংসা করতেও ভোলেননি ভক্তরা। কেউ কেউ লিখেছেন- সমুদ্র সৈকতে বেশ উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান।
সুইম স্যুট থেকে শুরু করে একাধিক পোশাকে মালদ্বীপ ভ্রমণের ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। সব মিলিয়ে সোশ্যাল দুনিয়ায় বেশ তোলপাড় ফেলেছেন বিগ বসের সাবেক এ প্রতিযোগী।