স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন জেল-জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
বাংলাদেশ যেন সোনার বাংলা হতে না পারে এজন্য বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হয়নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সেই লক্ষ্য পূরণ করার জন্য নিরলসভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আজ বাংলাদেশ একটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।
দেশে দুর্নীতি-অবিচার থাকবে না
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশে দুর্নীতি, অন্যায়-অবিচার এবং দরিদ্রতা থাকবে না। সমাজ অপরাধমুক্ত হতে হবে। কোন দুর্বলরা সবল কর্তৃক অত্যাচারিত হতে পারবে না। এই বাংলাদেশ সবার দেশ।’ কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মরাজ জ্যোতির্পাল মহাথেরুর দশম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা এই দেশে বেশি মানুষ ছোট্ট জায়গায় থাকি। এ মানুষদের আয় রোজগারের জন্য, উন্নত জীবনের জন্য শুধু কৃষির ওপর নির্ভর করলে হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। ঘরে চাকরি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে কেউ বেকার থাকবে না। এজন্য ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া প্রমুখ।