সভাপতি আলহাজ্জ্ব ফেরদৌস স্বাধীন ফিরোজ : সাধারণ সম্পাদক এড. মো: ফারুক উজ্জামান ভূইয়া টিপু
আকাশ বাবু:
বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাজনৈতিক সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও মক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে গঠিত বঙ্গবন্ধু প্রজন্ম লীগ। ২০০৬ সালের ১৭ই এপ্রিল বঙ্গবন্ধু প্রজন্মলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়, ঢাকার বিআইডাব্লিউটি এ ভবনে ১৯৯১ সালে বর্তমান প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার তৎকালীন একান্ত সহকারী জেবুন্নাহার মতিন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্জ্ব ফেরদৌস স্বাধীন ফিরোজ এর সমন্বয়ে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষে গত ১৬ অক্টোবর ২০২১ ঢাকার মোহাম্মদপুর প্রিন্স বাজার রেস্টুরেন্টে নবগঠিত কমিটির অভিষেক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বগুড়ার কৃতি সন্তান জননেতা আলহাজ্জ্ব ফেরদৌস স্বাধীন ফিরোজ, সাধারণ সম্পাদক পদে কিশোরগঞ্জের তৃণমূলের কর্মীবান্ধব প্রয়াত সৎ, জনপ্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্নেহধন্য এড. মো: ফারুক উজ্জামান ভূইয়া টিপু সার্চ কমিটির সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। সিনিয়ির সহ সভাপতি এস এম জয়নাল আবেদীন, সহ সভাপতি এমদাদুল হাসান তালুকদার বাবুল, আবু বক্কর সিদ্দীক, শেখ সেলিম কবির, নূর হোসেন, মো: সোহরাব উদ্দীন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক খান জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর মন্ডল রানা, মো: সাইফুল ইসলাম, প্রধান সাংগঠনিক সম্পাদক জানে আলম রাজন, দপ্তর সম্পাদক এড. সানাউল হক, অর্থ সম্পাদক মো: খালেকুজ্জামান, আইন সম্পাদক ডিএজি এড. কোহিনুর আক্তার লাকীসহ ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু প্রজন্মলীগের নবগঠিত কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এড. মো: ফারুক উজ্জামান ভূইয়া টিপু তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জানান, “ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নীতি আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের সহযোগী শক্তি হিসেবে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রদায়িক স¤প্রীতি রক্ষাসহ আওয়ামী লীগ সরকারের সফলতা জনগণকে অবহিত করানোসহ সৎ যোগ্য আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলাই বঙ্গবন্ধু প্রজন্মলীগের মূল আর্দশ উদ্দেশ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাব ।”