উল্লাপাড়ার বিশিষ্ট নৃত্য শিল্পী সুইটি খান জিনিয়া (৩০) নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। রবিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের কলেজপাড়া মহল্লার নিজ বাড়িতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
জিনিয়া মৃত আফছার আলীর মেয়ে ও উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষক। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। রহস্যজনক বলে এই মৃত্যুকে ধারনা করছে এলাকাবাসী।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জিনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যর কারণ এখনও সঠিকভাবে জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিচ্ছে পুলিশ।