বিনোদন প্রতিবেদক :
জনপ্রিয় মডেল-অভিনেত্রী নায়লা নাঈমকে নিয়ে প্রকাশিত হলো বই। এর নাম ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’। গতকাল রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে এর মোড়ক উন্মোচন হয়। এ সময় উপস্থিত ছিলেন নায়লা নাঈম, বইটির লেখক আহমেদ সাব্বির, ফটোগ্রাফার আবু নাসেরসহ অনেকে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, বইটি নায়লা নাঈমের জীবনী এবং প্রথম খণ্ড। এটি প্রকাশ করেছে গ্রন্থিক।
বইয়ের লেখক আহমেদ সাব্বির বলেন, ‘বইটিকে নায়লা নাঈমের জীবনী বলা হলেও পুরো জীবন এখানে উঠে আসেনি। বরং এটা “পার্শিয়াল বায়োগ্রাফি” বলতে পারেন। এখানে আছে তার পেশাগত জীবন, ব্যক্তিজীবনের সম্পর্ক, অল্প একটু অতীত। এটি লেখার কাজ শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালে জানুয়ারি পর্যন্ত।’