৪ অক্টোবর ২০২০ ১৯:৫২ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ২০:০১
সিরাজগঞ্জে এক নারী শ্রমিককে (৩৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে টেক্সাটাইল অ্যান্ড উইভিং মিলের ম্যানেজারসহ তারই চার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-ওই মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা এমদাদুল হক (৫৫), চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাওসার (২৩) একই গ্রামের আব্দুল খালেক (৩২) ও নাসির (২২)।
ভুক্তভোগী নারী শ্রমিকের বরাত দিয়ে এসআই শরিফুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। আসার পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চন্ডিদাসাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগণি বাগানের মধ্যে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে তারা।