নিজস্ব প্রতিবেদক
মির্জাপুর উপজেলার কুরনি এলাকার সড়কে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে ধাক্কা দেয় ট্রাক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনি এলাকার সড়কে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে ধাক্কা দেয় ট্রাক। এতে ৬ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সায়েদুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে। এতে ৬ জন নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত হোসেন জানান, ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ কর্মকর্তারা।