৩শ কোটি টাকা আত্মসাত
প্রতারণার পর প্রতারণার কারণে ‘রয়েল চিটার’ হিসেবে পরিচিতি পাওয়া ‘নাসিম রিয়েল এস্টেট’-এর মালিক ইমাম হোসেন নাসিমকে (৬৬) গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বুধবার রাতে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নাসিমের বাসা ও চিড়িয়াখানা রোডে নাসিম রিয়েল এস্টেটের অফিসে অভিযান চালিয়ে আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত দরজাযুক্ত অফিস থেকে তার অপকর্মের সহযোগী তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাসহ (৩২) প্রতারক নাসিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি ৭ পয়েন্ট ৬৫ মি.মি. বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, ১৪শ পিস ইয়াবা, ২ বোতল বিদেশি মদ, ৪টি ওয়াকিটকি সেট, ৬টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক ও ৩২টি সিমকার্ড। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
৫৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাসিম ২০০২ সাল থেকে অন্যের খাস জমি দখল করে আবাসিক শহর গড়ে দেওয়ার নামে প্রায় ৫ হাজার মানুষের সাথে বায়না করে প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ করে টাকা নেন। এভাবে ২৫০ মানুষকে ভুয়া চুক্তিপত্র করে প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ থেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নেন। সব মিলে নাসিম প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, বলছে র্যাব।
শুধু খাস ও দখল করা জমিই নয়, পানির নিচের জমিও স্বল্পমূল্যে বিক্রির জন্য সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণামূলক প্রচার করে আসছিলেন নাসিম। এছাড়া নানা প্রতিষ্ঠান গড়ে ভিন্ন ভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিলেন নাসিম ও তার সহযোগীরা।