নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে (১৯) ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে আব্দুল আলিম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মীমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন গ্রাম প্রধানরা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার গুয়াতা কুঞ্জশাইল গ্রামের আনোয়ার হোসেন মল্লিকের ছেলে আব্দুল আলিম মল্লিক বৃহস্পতিবার জনৈক এক গৃহবধূর (১৯) বাড়িতে কীটনাশক ওষুধ স্প্রে মেশিন নেওয়ার অযুহাতে প্রবেশ করেন। এ সময় গৃহবধূর কাছে মেশিন চাইলে তিনি না দেওয়ায় ফিরে আসেন আলিম। এরপর আবারো ওই বাড়িতে ঢুকে তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ বটি নিয়ে আলিমকে আক্রমণ করতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় শুক্রবার রাতে গ্রাম্য শালিস বসে। শালিসে গৃহবধূর অভিযোগ প্রমাণিত হলে এবং আলীম স্বীকার করলেও গ্রাম প্রধানরা তাঁকে দিয়ে গৃহবধূর হাত ধরে ক্ষমা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সুষ্ঠু বিচার না হওয়ায় গৃহবধূ শালিস প্রত্যাখান করে চলে যান।
এ ব্যাপারে শালিসের সভাপতি ফয়জুল ইসলাম বলেন, গৃহবধূর অভিযোগ আলিম স্বীকার করে নিলে হাত ধরে মীমাংসার চেষ্টা করেছি।
রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, এ ঘটনা এখনো কেউ জানায়নি বা অভিযোগ দেয়নি।