আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হক চুন্ন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে বত্রিশ বাগে মোহাম্মদী গোরস্তানে দাফন করা হয়।