আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মুসলিম পাড়া গ্রামে মৃত এক ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কাদির জঙ্গল ও পার্শ্ববর্তী জাফরাবাদ ইউনিয়ন দুটি লক ডাউন করে দিয়েছে প্রশাসন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঐ ব্যক্তি ঢাকায় ব্যবসা করতেন। গত ৬ এপ্রিল জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরেন। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইপিএইচ-এ পাঠানো হয়। তার শরীরে করোনা শনাক্ত হওয়ায় স্থানীয় প্রশাসন দুটি ইউনিয়নকে লক ডাউন ঘোষণা করে।
এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা থেকে অদ্যাবধি ৪৯ জনের নমুনা আইপিএইচ-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।