আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মিঠামইনে বজ্রপাতে ইয়াছিন মিয়া (২৮) নামে এক কৃষকের এবং নিকলীতে আসাদুল হক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বজকপুর গ্রামের কৃষক ইয়াছিন গতকাল সোমবার সকালে বাড়ির পাশে হাওরে ধান কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার।
এদিকে নিকলী উপজেলার সিংপুর এলাকায় বজ্রপাতে আসাদুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সিংপুর নয়াখাল হাওরে এ ঘটনা ঘটে। হাওরে ছাগল চড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।