আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মাহিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মাহিন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গতকাল রবিবার বিকালে নগুয়া এলাকায় পাঁচতলা ভাড়া বাসার ছাদে ঘুড়ি উড়াতেছিল মাহিন। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সে। স্থানীয়রা তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।