আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৫ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। এতে ১২৫০ কেজি চাল রয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে জেলার অষ্টগ্রাম থেকে ট্রলারে করে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল নিয়ে বাচ্চু বেপারী নামে এক ব্যবসায়ী করিমগঞ্জে ফিরছিলেন। ট্রলারটি করিমগঞ্জের চামটা ঘাটে পৌঁছলে পুলিশ আটক করে। এরমধ্যে ১০ টি বস্তায় ৬০ কেজি করে, অপর ১০টি বস্তায় ৫০ কেজি করে ও ৫টি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।
আটক বাচ্চু বেপারী করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।