শামীম খান শামীম :
অবশেষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটেছে।
গত ২৩ মে দুপুরে গৌরীপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র সৈয়দ রফিকুল ও এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ একসঙ্গে চা চক্রে মিলিত হন। এতে গৌরীপুরের রাজনৈতিক অঙ্গণসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এ সময় গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুবলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টিসহ পৌরসভার সব কাউন্সিলর, আ.লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির সঙ্গে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের রাজনৈতিক দূরত্বের সৃষ্টি হয়। এ নিয়ে পৌর নির্বাচনের পরে এমপির সঙ্গে মেয়র সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’পক্ষ পাল্টাপাল্টি মামলাও করে।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আমার কখনোই দূরত্ব ছিল না। পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাময়িক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে এ রাজনৈতিক দূরত্বের অবসান হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাই পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে আমার কাজ করার সুযোগ ছিল না। আমাদের দু’জনের মাঝে ব্যক্তিগত সম্পর্কের কোনো দূরত্ব নেই।
আধুনিক চারতলা ভবন নির্মাণ হচ্ছে গৌরীপুর প্রেসক্লাবের
১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রাচীন জমিদার আমলের জরাজীর্ণ ভবনে কার্যক্রম চলত ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের। সম্প্রতি প্রেক্লাবের জন্য দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ নতুন চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত ভবনটি নির্মাণ করা হবে প্রেসক্লাবের মূল ভবনের পাশের জমিতে।
সম্প্রতি প্রেসক্লাব সভাকক্ষে প্রস্তাবিত ভবন নির্মাণের বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন প্রেসক্লাবের নতুন বহুতল নির্মাণ গৌরীপুরের সামগ্রিক উন্নয়নের একটি অংশ। উন্নয়ন কাজে পাশে থাকার পাশাপাশি সহযোগিতাও করা হবে। পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন গৌরীপুর প্রেসক্লাব একটি সর্বজনীন প্রতিষ্ঠান। নানা দরকারে মানুষ প্রেসক্লাবে ছুটে আসে। এই প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজে আর্থিকভাবে সহযোগিতা করবো। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন প্রেসক্লাবের বর্তমান ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এখানে নতুন ভবন নির্মাণ হলে সাংবাদিকদের পেশাগত কাজের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসার বলেন জমিদার আমলের প্রাচীন ভবনে স্থাপিত প্রেসক্লাবের মূল ভবনের পাশের জমিতে চারতলা ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণে প্রেসক্লাবের নিজস্ব অর্থায়নের পাশাপাশে সরকারি-বেসরকারি অনুদানে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহামেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।