
ভিভো আইপিএল ২০২০ আসরের নিলাম শেষ হয়ে গেছে। আর এই নিলামে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানসহ পাঁচ ক্রিকেটার।
জানা গেছে, এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে মুশফিক, মুস্তাফিজ, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান এবং সাইফউদ্দিনকে রাখা হয়েছিল। তাদের মধ্যে দল পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন মুশফিক ও মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত মুশফিক-মুস্তাফিজকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই তাদের মতো অবিক্রীত থাকতে হয় মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকেও।
প্রসঙ্গত, আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল সর্বোচ্চ ১ কোটি ভারতীয় রুপি। এছাড়া মাহমুদউল্লাহ ও মুশফিকের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছিল।