আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় পূর্ব শত্রুতার জের ধরে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি খুন ও তিনজন আহত হয়েছেন। নিহত বাবুল মিয়া শিমুলবাঁক ময়না হাটি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলবাঁক ময়নাহাটি গ্রামের বাবুল মিয়ার সাথে প্রতিবেশি মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। ২০০৮ সালে উভয়পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হয়। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া। এর জের ধরে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা চলছিল।
গতকাল শুক্রবার সকালে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত ও উভয় পক্ষে তিনজন আহত হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।