কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টা ব্যাপী শহরের বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা শহরে মাত্র দুটি সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। এ দুটি বিদ্যালয়কে কেন্দ্র করে প্রতি বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তিযুদ্ধ শুরু হয়। কিশোরগঞ্জ শহর ছাড়াও আশপাশের উপজেলাগুলো থেকেও অসংখ্য ছাত্র ছাত্রী ভর্তিযুদ্ধে অংশ নেয়। দুটি বিদ্যালয়ে ৪৮০টি আসনের বিপরিতে ভর্তিযুদ্ধে অংশ নেয় প্রায় তিন হাজার শিক্ষার্থী। এরমধ্যে ৮০টি আসন বিভিন্ন কোটায় পূরণ করা হয়।
তারা আরও বলেন, দুটি বিদ্যালয়ে প্রভাতি ও দিবা শিফট মিলে আরও ১২০ জন করে মোট ২৪০ জন শিক্ষার্থী ভর্তি করা গেলে সামান্যতম নম্বরের ব্যবধানে ভর্তিযুদ্ধ থেকে ছিটকে পড়া অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। দুটি বিদ্যালয়ে যে শিক্ষক, অবকাঠামো ও লোকবল রয়েছে, তা দিয়েই বাড়তি ১২০ জন করে মোট ২৪০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হলে সরকারের বাড়তি কোন অর্থ খরচ হবেনা বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, শফিকুল ইসলাম খান দোলন, মফিজুল ইসলাম ফজল, জেসমিন আরা, রোজী হাসান, নাদিরা আক্তার, ওমর ফারুক প্রমুখ।
অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।